logo
Share icon
Lyrics
েন আমাকে আঁধারে ফেলে,হারিয়ে গেছো বহুদূরে?
আনমনে আমি আজও তোমাকে, খুঁজে বেড়াই রাত প্রহরে
ফিরবে না জেনেও আজও তোমাকে, খুঁজে এই মন
তোমার দেয়া সেই স্মৃতি আজও, কেনো কাঁদায় প্রতিক্ষন

শত ব্যথার পরেও মাঝপথে তোমাকে নিয়ে হারিয়ে যাবো বহুদূর, হারিয়ে যাবো বহুদূর......

ফিরবে না, কাছে ডাকবে না
ভালবেসে জড়িয়ে ধরবে না

কেন আমাকে আঁধারে ফেলে,হারিয়ে গেলে বহুদূরে?

তোমাকে ভুলতে পারিনি,জানিনা এ কেমন আঁধার
বোঝোনি মনের ব্যাকূলতা,দিয়ে দুঃখ হাজার
তোমার কি যেন মায়া কেড়ে নিয়েছে এই আমায়
হারিয়ে তোমার আমার ভেঙে গেছে স্বপ্ন বারেবার
যদি ফিরে আসো রাখবো আমার করে
যদি কথা দাও ফিরবে আমার কাছে
শত ব্যথার পরেও মাঝপথে তোমাকে নিয়ে
হারিয়ে যাবো বহুদূর
ফিরবে না, ফিরবে না, ফিরবে না, তুমি ফিরবে না

বলো শেষচিঠি তুমি লিখে কি কাঁদাবে?
বলো শেষচিঠি তুমি লিখে কি কাঁদাবে?
হাজারো যন্ত্রনা ভুলে আমায় বুকে জড়াবে?

ফিরবে না, কাছে ডাকবে না
ভালবেসে জড়িয়ে ধরবে না
ফিরবে না, কাছে ডাকবে না
ভালবেসে জড়িয়ে ধরবে না

WRITERS

Abrar Fahim, MD Mahmudur Rahman Ezaz

PUBLISHERS

Lyrics © Too Lost LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other