নিশিরাইতে প্রাণবন্ধুয়া সুরের বাঁশিতে
কি জানি কী কইতে কথা ডাকে আসিতে।
পলকও জড়াইয়া আসে তন্দ্রা করে ভর
বিষের বাঁশি সর্বগ্রাসী তোলে মনে ঝড়।
কি মায়া লাগাইয়া আমায় ভেতর বাহিরে
করিলো কি যাদু আমায় এত লোকের ভিড়ে।
আমি হইলাম অন্তর্মুখী না ছাড়িলাম ঘর
রসিয়ার পিরিতের নেশায় মনে বিন্ধে ডর।
কালে কালে কত জনায় হৃদয়ো কাড়িয়া
কত খেলা খেইলাছিল অবলার মন নিয়া
বিষ খাইয়া বিষ হজম করি রাখোনি খবর
মনেতে পাইয়া দাগা দিলাম প্রেমকবর